Posts

Showing posts from 2021

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

Image
               জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছেলেবেলা শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গােপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। মা-বাবা তাকে আদর করে ডাকতেন 'খােকা' বলে। ১৯২৭ সালে খােকার বয়স যখন ৭ বছর, তখন তিনি স্থানীয় গিমাভাঙ্গা প্রাইমারি স্কুলে ভর্তি হন। এই স্কুলটির প্রতিষ্ঠাতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছােট দাদা শেখ আবদুর রশিদ। এই স্কুলে বঙ্গবন্ধু তৃতীয় শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। গ্রামের প্রাকৃতিক আবহে খােকা বড় হয়ে ওঠেন। রােগা পাতলা আর লম্বা শরীরের অধিকারী ছিলেন বলে, মা সায়েরা খাতুন তার জন্য নিজ হাতে দুধ থেকে মাখন তৈরি করতেন। কৈ মাছ ছিল তার খুব প্রিয়। খােকা খাবারের শেষ পর্যায়ে দুধ-আম দিয়ে ভাত খেতে ভালােবাসতেন। মা খুব যত্ন করে কাঁথা সেলাই করতেন খােকার জন্য। বৃষ্টির দিনে স্কুলে যাওয়া-আসার জন্য ছেলেকে বারবার নতুন ছাতা কিনে দিতেও মা ক্লান্তিবােধ করতেন না। তার স্নেহের খােকা বন্ধু-বান্ধব ছাড়াও অন্য ছেলেমেয়েদের নিজের ছাতাটি দিয়ে দিত, একথা শোনার পর মায়ের মনে গর্ব হতাে। খােকা তার সব কথা প্রথম প্রথম মায়...